ফ্রান্সের কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন আর নেই
ফ্রান্সের কিংবদন্তি ফ্যাশন ডিজাইনার পিয়েরে কার্দিন মারা গেছেন। ৯৮ বছর বয়সী এই ফ্যাশন আইকন প্যারিসে মারা যান। আজ স্থানীয় সময় বুধবার ফ্রান্সের ফাইন আর্টস একাডেমি এক বিবৃতিতে পিয়েরে কার্দিনের মৃত্যু সংবাদ দিয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, পিয়েরে কার্দিনের পরিবার জানিয়েছে, মঙ্গলবার প্যারিসের নিউলি এলাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই ফ্যাশন আইকনের মৃত্যু হয়।
পিয়েরে কার্দিনকে বলা হয় ‘ফ্যাশন ফিউচারিস্ট’। তাঁর ৭০ বছরের ক্যারিয়ারের প্রায় পুরোটা সময় কেটেছে পুরনোকে ভেঙে নতুন আবিষ্কারে। আর কাপড়ে তাঁর করা সেই নতুন নকশায় তিনি ফ্যাশনের ধারনাকেই বদলে দিয়েছেন।
ফ্যাশন ইন্ডাস্ট্রিতে পিয়েরি কার্দিন ধনীদের ফ্যাশনকে নিয়ে আসেন মধ্যবিত্তের নাগালে। আগে ফরাসি ফ্যাশন প্রবক্তারা বিশ্বাস করতেন, পোশাক হবে সবার জন্য আলাদাভাবে আলাদা মাপে, আলাদা নকশায় তৈরি; ফ্যাশন হবে এক্সক্লুসিভ, চোখ ধাঁধানো, দামে হবে সেরা।
কার্দিন সেই প্রথাও ভাঙেন। মাপ দিয়ে বানানোর ঝামেলা এড়িয়ে দোকান থেকে কিনে নিশ্চিন্তে পরে ফেলা যায়, এমন পোশাক রীতির প্রবর্তন করেন তিনি।