ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট সারকোজির তিন বছরের কারাদণ্ড
দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজিকে তিন বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন দেশটির একটি আদালত। এর মধ্যে দুই বছরের সাজা স্থগিত করা হয়েছে। আজ সোমবার নিকোলাস সারকোজিকে এ রায় শোনানো হয়। খবর রয়টার্সের।
খবরে বলা হয়, সারকোজির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে এই কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। সারকোজি তাঁর শাসনামলে গিলবার্তো আজিবার্ত নামের একজন ম্যাজিস্ট্রেটকে ঘুষ দিয়েছিলেন।
অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানিয়ে বলা হয়, সারকোজি প্রেসিডেন্ট থাকা অবস্থায় তাঁর প্রতিপক্ষ এক নেতার বিরুদ্ধে চলা একটি তদন্তের তথ্য পেতে ওই বিচারিক কর্মকর্তাকে ঘুষ দিয়েছিলেন। ওই বিচারকের কাছ থেকে তথ্য পাওয়ার বিনিময়ে তাঁকে সহায়তা করা হয়েছিল।
আদালত জানিয়েছেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ১০ দিন সময় পাবেন সারকোজি।
তবে নিকোলাস সারকোজি তাঁর বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।
নিকোলাস সারকোজি আধুনিক ফ্রান্সের দ্বিতীয় সাবেক প্রেসিডেন্ট যিনি দুর্নীতির মামলায় দোষী সাব্যস্ত হলেন। এর আগে দেশটির সাবেক প্রেসিডেন্ট জ্যাক সিরাককে দোষী সাব্যস্ত করেছিলেন আদালত।
ফ্রান্সের ৬৫ বছর বয়সী সাবেক প্রেসিডেন্ট সারকোজি ২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত তাঁর দেশকে নেতৃত্ব দিয়েছেন।