ফ্রান্সে করোনাভাইরাসে মৃত্যু কমেছে
ফ্রান্স স্থানীয় সময় গতকাল রোববার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টার তুলনায় কোভিড-১৯ রোগে মৃতের সংখ্যা হ্রাস পেয়েছে। এ নিয়ে দেশটিতে মহামারি করোনাভাইরাসে মোট মৃতের সংখ্যা বেড়ে বর্তমানে ১৪ হাজার ৩৯৩ জনে দাঁড়িয়েছে বলে স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়। বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটির বিভিন্ন হাসপাতালে ৩১৫ জনের মৃত্যু হয়েছে। এর আগের ২৪ ঘণ্টায় এ ভাইরাসে মৃতের সংখ্যা ছিল ৩৪৫ জন। গত ৬ এপ্রিল ফ্রান্সের বিভিন্ন হাসপাতালে ৬০৫ জনের মৃত্যু হয়।
পরপর চতুর্থ দিনের মতো আইসিইউতে সেবা নেওয়া রোগীর সংখ্যা ৩৫ জন কমেছে। এর ফলে বর্তমানে আইসিইউতে থাকা রোগীর সংখ্যা কমে ছয় হাজার ৮৪৫ জনে দাঁড়াল। ফ্রান্সের করোনা পরিস্থিতি ‘স্থিতাবস্থায়’ পৌঁছানোর লক্ষণ দেখা যাচ্ছে এমন কথা স্বাস্থ্য মন্ত্রণালয় পুনর্ব্যক্ত করেছে। তবে পরিস্থিতির সামান্য উন্নতি হলেও তা এখনো মারাত্মক অবস্থায় রয়েছে বলে মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে।
মন্ত্রণালয় বলেছে, ‘ফ্রান্সের বিভিন্ন হাসপাতাল ও আইসিইউতে অনেক রোগী ভর্তি থাকায় আমাদের বর্তমানে সতর্ক থাকা জরুরি।’
ফ্রান্সে করোনাভাইরাস ছড়িয়ে পড়া রোধে গত ১৭ মার্চ লকডাউন ঘোষণা করা হলে দেশটি তা পালন করে আসছে। কেবলমাত্র জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়ার সুযোগ থাকলেও এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে অবশ্যই উপযুক্ত প্রমাণ সঙ্গে রাখতে হবে। করোনাভাইরাস সংকট বিষয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর আজ সোমবার তৃতীয়বারের মতো জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা রয়েছে। তিনি ভাষণে লকডাউনের মেয়াদ আবারো বাড়াতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এর আগে ১৫ এপ্রিল পর্যন্ত দেশটিতে লকডাউন ঘোষণা করা হয়।