ফ্রান্সে করোনায় একদিনে রেকর্ড ১৪১৭ জনের মৃত্যু
ইউরোপের দেশগুলোতে করোনাভাইরাসের তাণ্ডব এখনো চলছে। এরই মধ্যে বৈশ্বিক মহামারির রূপ নেওয়া নভেল করোনাভাইরাসে মৃত্যুর রেকর্ড হয়েছে ফ্রান্সে। দেশটির বিভিন্ন হাসপাতাল ও নার্সিং হোমে গতকাল মঙ্গলবার একদিনেই এক হাজার ৪১৭ জনের মৃত্যু হয়েছে। এতে দেশটিতে প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৩২৮ জনে। ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
ফ্রান্সের স্বাস্থ্য বিভাগের মহাপরিচালক জেরোম সালোমন মৃতের নতুন এ তথ্য প্রকাশ করেন। গতকাল মঙ্গলবার ৬০৭ জন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ ছাড়া নার্সিং হোমগুলোতে মারা গেছেন আরো ৮১০ জন। বার্তা সংস্থা ইউএনবি এ খবর জানিয়েছে।
ফ্রান্সে লকডাউনের চতুর্থ সপ্তাহ চলছে। গত ১৪ ফেব্রুয়ারি ৮০ বছর বয়সী এক চীনা পর্যটক দেশটিতে প্রথম করোনা রোগী হিসেবে মারা যায়। ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পর চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১০ হাজার অতিক্রম করল।