ফ্রান্সে গত ২৪ ঘণ্টায় ৮৩৩ জনের মৃত্যু
ফ্রান্সে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল ও নার্সিংহোমে ৮৩৩ জনের মৃত্যু হয়েছে। ফ্রান্সে এই মহামারি শুরুর পর থেকে দৈনিক হিসাবে এটি সর্বোচ্চ মৃত্যুর ঘটনা।
ফ্রান্সের স্বাস্থ্যমন্ত্রী অলিভার ভেরান সাংবাদিকদের বলেছেন,‘আমরা এই মহামারির উত্থানের শেষ প্রান্তে পৌঁছেছি।’
তিনি জানান, করোনা মহামারিতে মোট মৃত্যুর সংখ্যা আট হাজার ৯১১ জনে দাঁড়িয়েছে। গত ১৭ মার্চ থেকে দীর্ঘ লকডাউনের কারনে মহামারির গতি মন্থর হয়ে আসছে।
ফ্রান্সে প্রতিদিন মৃত্যু ও আক্রান্তের যে হিসাব প্রকাশ করা হয়,তা হাসপাতাল ও নার্সিংহোম থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে। এর আগে শুধু হাসপাতালের দেওয়া তথ্য প্রকাশ করা হতো। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৮৩৩ জনের মধ্যে ৬০৫ হাসপাতালে মারা গেছে।
ভেরান বলেন, গত ২৪ ঘন্টায় আরো ৪৭৮ জনকে ইনটেনসিভ কেয়ারে পাঠানো হয়েছে। মহামারি শুরুর পর থেকে নার্সিংহোমে মোট দুই হাজার ৪১৭ জন মারা গেছে।