ফ্রান্সে ভয়াবহ বন্যায় চারজনের মৃত্যু
ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে সৃষ্টি হওয়া বন্যায় এখন পর্যন্ত চারজনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে জানিয়েছে প্রশাসন।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে জানায়, সোমবার স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, বন্যার কারণ ভারি বৃষ্টিপাত। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যার ফলে এরই মধ্যে প্রাণ হারিয়েছেন চার ব্যক্তি।
এ দিকে নিস ও মার্সেই নগরীর মধ্যবর্তী এলাকা মুয়িতে একজনের মরদেহ পাওয়া গেছে। ওই ব্যক্তি শনিবার রাতে উদ্ধারকারী নৌকা থেকে পড়ে গিয়েছিলেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
এ ছাড়া কাবাসে একটি গাড়িতে আরেক ব্যক্তির মরদেহ পাওয়া গেছে। তা ছাড়া তানোহোনে আরো দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
গত শুক্রবার থেকে আল্পস-ম্যারিটাইমস অঞ্চলে প্রবল ঝড়-বৃষ্টি শুরু হয়। কয়েক ঘণ্টার মধ্যেই সৃষ্টি হয় বন্যা। রোববার বন্যা পরিস্থিতি দেখতে ও উদ্ধারকাজ তদারকি করতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফার কাস্তেনার ওই এলাকা পরিদর্শন করেছেন।