ফ্লোরিডায় আগামীকাল ভোট দেবেন ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামীকাল শনিবার ভোরে ফ্লোরিডায় নিজের ভোট প্রদান করবেন। বৃহস্পতিবার হোয়াইট হাউস এ খবর জানায়।
হোয়াইট হাউসের মুখপাত্র জুড ডিয়ার বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প শনিবার ভোরে ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ভোট দেওয়ার পরিকল্পনা করেছেন।’
ফ্লোরিডায় ট্রাম্পের দুটি বিশাল গলফ রিসোর্ট রয়েছে, এর একটি আটলান্টিক উপকূলের শহর ওয়েস্ট পাম বিচে অবস্থিত।
যুক্তরাষ্ট্রের নির্বাচন ৩ নভেম্বর, তবে এ বছর আমেরিকানরা অভূতপূর্বভাবে সরাসরি অথবা ই-মেলে আগাম ভোট দিচ্ছেন।
দেশব্যাপী করোনাভাইরাস সংক্রমণের কারণে নির্বাচনের দিনে ভোটের জন্য লাইন এড়াতে বেশির ভাগ আগাম ভোট দিচ্ছেন।