বন্ধ হতে চলেছে বুরকিনা ফাসোর সেই খনি
কানাডার মাইনিং ফার্ম ত্রেভালি টিভি ডট টো পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোতে এর পেরকোয়া জিঙ্ক খনি বন্ধ করে দিচ্ছে। কোম্পানির মুখপাত্র রয়টার্সকে বলেছে, এপ্রিলের বন্যায় খনির মোট আট শ্রমিক নিহত হয়েছে। এরপর তহবিলের অভাবে এটি বন্ধ করে দেওয়া হচ্ছে।
দেশটিতে শুষ্ক মৌসুমে অপ্রত্যাশিত মুষলধারে বৃষ্টি শুরু হয়। এরপর সাঙ্গুই প্রদেশের খনির ভূগর্ভস্থ অঞ্চলে খনি শ্রমিকরা ডুবে যায়। ত্রেভালির তিনটি প্রধান অপারেটিং সম্পদের এই খনি তখন থেকে বন্ধ রয়েছে।
‘এখনও তহবিল আছে...যদিও তা খনির পুনর্বাসন সম্পূর্ণ করার জন্য অপর্যাপ্ত’ বলে জানিয়েছেন নান্টো মাইনিংয়ের কান্ট্রি ডিরেক্টর দিতিল মুসা প্যালেনফো।’ তিনি আরও বলেন, ‘তহবিলটি বরখাস্তকৃত কর্মচারীদের চাকরিচ্যুতির বেতন পরিশোধে মোটামুটি যথেষ্ট।’
গত সপ্তাহে বন্যা বিপর্যয়ের জন্য অনিচ্ছাকৃত নরহত্যার জন্য দোষী সাব্যস্ত করে বুরকিনা ফাসোর একটি আদালত দুই নির্বাহীকে দেওয়া সাজা স্থগিত করেছে।
সংস্থাটি টরন্টো স্টক এক্সচেঞ্জে লেনদেন বন্ধ ঘোষণা করার কয়েক সপ্তাহ পরে এই আদেশ এসেছিল।