বর্তমান পরিস্থিতিতে ইদলিবে যুদ্ধবিরতি সম্ভব নয় : জাফারি
জাতিসংঘে নিযুক্ত সিরিয়ার স্থায়ী প্রতিনিধি বাশার আল জাফারি জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে সিরিয়ার গোলযোগপূর্ণ উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে যুদ্ধবিরতি পালন করা অসম্ভব।
সন্ত্রাসী গোষ্ঠীগুলো ইদলিব প্রদেশের নিরাপদ এলাকাকে ব্যবহার করে সিরিয়ার সরকারি বাহিনী ও বেসামরিক লোকজনের ওপর হামলা চালাচ্ছে বলে অভিযোগ রয়েছে।
ইরানি বার্তা সংস্থা পার্স টুডে এক প্রতিবেদনে জানিয়েছে, বুধবার সিরিয়া বিষয়ে অনুষ্ঠিত জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বিশেষ অধিবেশনে জাফারি বলেন, রাশিয়ার সঙ্গে রাজনৈতিক মতবিরোধ থাকার পরিপ্রেক্ষিতে আমেরিকা ও পশ্চিমা দেশগুলো সিরিয়া বিষয়ে হস্তক্ষেপ করতে তুরস্ককে ইন্ধন জোগাচ্ছে। তিনি আরো বলেন, রাজনৈতিক দ্বন্দ্ব সামরিক উত্তেজনায় রূপ নিয়েছে। ফলে বর্তমানে ইদলিবে যুদ্ধবিরতি পালন করা সম্ভব নয়।
সিরিয়ার সংঘাতকে কেন্দ্র করে রাশিয়া ও তুরস্কের মধ্যে যখন উত্তেজনার সৃষ্টি হয়েছে তখন জাফারি জাতিসংঘে এসব মন্তব্য করলেন।
জাফারি বলেন, ইদলিবে নিরাপদ এলাকার বিষয়ে পশ্চিমা দেশগুলো আস্তানা ও সোচি চুক্তির ধারাগুলোকে সমর্থন করছে না। ইদলিবে চলমান পরিস্থিতিকে ব্যবহার করে আমেরিকা সেখানে হস্তক্ষেপ করার চেষ্টা করছে।