বহির্বিশ্বে করোনা ছড়িয়ে পড়াটা হতে পারে ভয়াবহতার সামান্য চিত্র : ডব্লিউএইচও
বিশ্বস্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান সতর্ক করে দিয়ে বলেছেন, কখনোই চীনে যায়নি এমন লোকের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার নিশ্চিত তথ্য হতে পারে ভয়াবহতার সামান্য চিত্র।
করোনাভাইরাস মোকাবিলায় চীনকে সহায়তা করতে সোমবার ডব্লিউএইচওর নেতৃত্বে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দলের যাত্রার পর টিড্রস এডহানম গেব্রিয়েসুস এমন মন্তব্য করেন।
রোববার এক টুইট বার্তায় গেব্রিয়েসুস বলেন, চীনে কখনোই যায়নি এমন লোকের মাধ্যমে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার উদ্বেগজনক নজির পাওয়া গেছে। তিনি বলেন, ‘এ ধরনের রোগী অল্পবিস্তর শনাক্তের ঘটনা সম্ভবত স্বল্প সময়ে রোগটির ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার আভাস দিচ্ছে। আমরা সম্ভবত ভয়াবহতার সামান্য চিত্রই দেখতে পাচ্ছি।’
চীনের মূল ভূখণ্ড ছাড়াও ৩০টি জায়গায় ৩৫০ জনেরও বেশি করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে দুজন মারা গেছেন। একজন ফিলিপাইনে এবং অন্যজন হংকংয়ে।
চীনের হুবেই প্রদেশের উহানে গত বছরের ডিসেম্বরে সার্সের মতো করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। ভাইরাসটির ছড়িয়ে পড়া ঠেকাতে উহানবাসী বর্তমানে অবরুদ্ধ জীবন যাপন করছে।