বাইডেন সমর্থকদের হুমকি দিচ্ছে ট্রাম্প সমর্থকরা!
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির বিভিন্ন রাজ্য। ক্ষমতাসীন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের উগ্রপন্থী সমর্থকরা ডেমোক্রেট ভোটারদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ট্রাম্পের কথিত সমর্থক শেতাঙ্গ উগ্রবাদী গোষ্ঠী ‘প্রাউড বয়েজ’ হুমকি দিয়ে অনেক ইমেইল পাঠিয়েছে ডেমোক্রেট ভোটারদের। পেনসিলভানিয়া, আরিজোনা, আলাস্কা ও ফ্লোরিডার ভোটারদের পাঠানো ওইসব ই-মেইলে ট্রাম্পকে ভোট দেওয়ার জন্য সতর্ক করে দেওয়া হয়। ই-মেইলে আরো উল্লেখ করা হয়, মেইল প্রেরণকারীর ভোটার হিস্ট্রিতে প্রবেশের সুযোগ আছে। যদি ট্রাম্পকে ভোট না দেওয়া হয় তবে তোমার ওপর আক্রমণ হতে পারে।
দ্য হিল ও এবিসি নিউজ জানায়, ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন সমর্থকদের ভীতি প্রদর্শন ও হুমকি দিয়ে পাঠানো এসব ই-মেইল নিয়ে তদন্ত করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই)।
ট্রাম্প সমর্থকদের পাঠানো ই-মেইলগুলোর একটিতে লেখা ছিল, ‘আপনি নির্বাচনের দিন ট্রাম্পকে ভোট দেবেন। অন্যথায় আমরা আপনার ওপর হামলে পড়ব।’
ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র বলেন, অসংখ্য ই-মেইল পাঠানো হয়েছে। এর মধ্যে ১৮ জন ছাত্রকেও মেইল পাঠানো হয়েছে।
মার্কিন সাইবার ও ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি এজেন্সির প্রধান ক্রিস ক্রেবস বলেন, ‘আপনার ভোটের গোপনীয়তা সংক্রান্ত ভুলপথে পরিচালিত ও হুমকি দিয়ে পাঠানো ই-মেইল সম্পর্কে এজেন্সি অবগত আছে। আমরা যেটা স্পষ্ট করতে চাই তা হলো অসত্যায়িত ও স্পর্শকাতর এসব দাবি আমলে নেবেন না।’
এফবিআইর পাশাপাশি ফ্লোরিডার শেরিফরাও ই-মেইলে হুমকি পাঠানোর বিষয়টি তদন্ত করে দেখছে। তারা বলছে, এসব ই-মেইল সম্ভবত যুক্তরাষ্ট্রের বাইরে থেকে পাঠানো হয়ে থাকতে পারে। পাঠানো ই-মেইল প্রাউড বয়েজের পক্ষ থেকে দাবি করা হলেও গ্রুপটির কর্তৃপক্ষ বিষয়টি অস্বীকার করেছে।
প্রাউড বয়েজের ইন্টারন্যাশনাল চেয়ারম্যান এনরিক ট্যারিও বলেন, ‘কোনোভবেই এমন কর্মকাণ্ডের পেছনে আমরা নেই। প্রাউড বয়েজ এ ধরনের গণই-মেইল ও গণবার্তা প্রদান পদ্ধতি ব্যবহার করে না। এমনকি আমরা নিজেদের মধ্যেও এমনটি করি না।’