বাজ পড়ল বুর্জ খলিফার মাথায়!
বর্তমানে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা। এ ভবনের টানে দুবাই যান বহু পর্যটক। এই আকাশসম ভবনের উপরে যদি বাজ পড়ে তাহলে সেই দৃশ্য কেমন হয়?
এবার আলোকচিত্রী জোহাইব আঞ্জুমের ক্যামেরায় সেই দৃশ্যই ধরা পড়ল! গত শুক্রবার ছবিটি পোস্ট করে তিনি। ছবিতে দেখা যায়, আকাশ থেকে নেমে এলো বাজ। আর তা পড়ল ঠিক বুর্জ খলিফার মাথার ওপর।
জোহাইব আঞ্জুমের তোলা বাজ পড়ার ওই দৃশ্য বর্তমানে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে ভাইরাল হয়ে পড়েছে। দুবাইয়ে সচরাচর বাজ পড়ে না। সেখানে কি না বুর্জ খলিফার মাথায় বাজ। এই ছবির আবেদনও তাই বেশি।
সংবাদমাধ্যম গালফ নিউজ জানিয়েছে, গত শুক্রবার (১০ জানুয়ারি) থেকে বৃষ্টি হচ্ছে দুবাইয়ে। আকাশ মেঘে ঢাকা ছিল। এমন পরিস্থিতিতে বাজ পড়া খুবই সাধারণ ঘটনা। সাত বছর ধরে সে দৃশ্য ক্যামেরাবন্দি করার চেষ্টা করছিলেন জোহাব আঞ্জুম।
যখনই দুবাইয়ে এরকম বৃষ্টি হয়, তখন তিনি বুর্জের পাশে আস্তানা গড়েন। ঘণ্টার পর ঘণ্টা ক্যামেরা তাক করে বসে থাকেন। কিন্তু কোনোবারেই সফল হননি। অবশেষে এবার সফল হলেন।
ঠিক যে মুহূর্তে বুর্জ খলিফার মাথায় বাজ পড়ল সেই মুহূর্ত ধরা পড়ল জোহাবের তোলা ছবিতে। ২৭২০ ফুট উঁচু বিল্ডিংয়ের মাথায় বাজ পড়ার এই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। অসাধারণ এই দৃশ্য ক্যামেরাবন্দি করেছেন দুবাইয়ের যুবরাজ শেখ হামদানও।