বার্লিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের বার্ষিক অনুষ্ঠানে রাশিয়া-ইউক্রেনের পতাকা নিষিদ্ধ
দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৭৭তম বার্ষিকীতে জার্মানির রাজধানী বার্লিনে যুদ্ধের স্মরণে বানানো দুটি মেমোরিয়ালের সামনে রাশিয়া ও ইউক্রেনের পতাকা প্রদর্শন নিষিদ্ধ করেছে পুলিশ। খবর ইউক্রেনফ্রম ও বিবিসির।
রোববার ও সোমবার দুই দিন ধরে ওই অনুষ্ঠান হবে। ওই দুই দিন নিজেদের স্বাধীনতা ঘোষণা করে দোনেৎস্ক ও লুহান্সক পিপলস রিপাবলিক। এ ছাড়া রাশিয়ার যুদ্ধ চিহ্ন ‘ভি’ (V) ও ‘জেড’ (Z) প্রদর্শন করাও যাবে না।
বিবিসি জানায়, বার্লিন পুলিশের এ নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন জার্মানিতে ইউক্রেনের রাষ্ট্রদূত অ্যান্ড্রি মেলনিক।
তিনি বলেন, ‘বার্লিন পুলিশ আগামী ৮ ও ৯ মে ইউক্রেনের পতাকা নিষিদ্ধ করায় আমরা হতবাক হয়েছি। এটি ইউক্রেন এবং ইউক্রেনের জনগণের মুখে চপেটাঘাত।’
রাশিয়া ৯মে নাৎসি জার্মানির বিরুদ্ধে তাদের বিজয় উদ্যাপন করে। অন্যদিকে, পশ্চিম ইউরোপের দেশগুলোতে ৮মে দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের বার্ষিকী উদ্যাপন করা হয়।