বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী শেখ সালমান
বাহরাইনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে ক্রাউন প্রিন্স (যুবরাজ) সালমান বিন হামাদ আল খলিফাকে নিয়োগ দেওয়া হয়েছে। দেশটির স্বাধীনতার পর তিনিই বাহরাইনের দ্বিতীয় প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হলেন।
গালফ নিউজ জানায়, গতকাল বুধবার বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খালিফার মৃত্যুর পর বাদশাহ হামাদ বিন ঈসা আল খলিফা এক রাজকীয় নির্দেশনায় নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা দেন।
এদিকে বাহরাইনের বার্তা সংস্থা বিএনএ জানায়, সীমিতসংখ্যক আত্মীয়ের উপস্থিতিতে প্রয়াত প্রধানমন্ত্রীর জানাজা ও দাফন সম্পন্ন করা হবে। সদ্য প্রয়াত প্রধানমন্ত্রীর দাফনের পর আনুষ্ঠানিকভাবে নতুন প্রধানমন্ত্রী দায়িত্ব গ্রহণ করবেন।
প্রধানমন্ত্রীর মৃত্যুতে দেশটির বাদশাহ শেখ হামাদ বিন ইসা আল খলিফা এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন।
এর আগে ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা প্রিন্স খলিফা বিন সালমান আল খালিফা যুক্তরাষ্ট্রের মায়ো ক্লিনিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।