বিক্ষোভবিরোধী আইন পাসের পর হংকংয়ে ধরপাকড় শুরু
চীনে বিক্ষোভবিরোধী আইন পাসের পর গ্রেপ্তার ও ধরপাকড় শুরু হয়েছে হংকংয়ে। সেখানে বিক্ষোভবিরোধী নতুন আইনে হংকংয়ের স্বাধীনতার পক্ষের পতাকা বহনকারী এক ব্যক্তিসহ কয়েক ডজন মানুষকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, বেইজিংকর্তৃক আরোপিত নতুন বিক্ষোভবিরোধী আইন কার্যকর হওয়ার পর হংকংয়ের স্বাধীনতার পক্ষের পতাকা বহনকারী এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটিশ শাসন শেষ হওয়ার ২৩ বছর পূর্তি উপলক্ষে জমায়েত হওয়া ব্যক্তিদের ওপর মরিচের গুঁড়া নিক্ষেপ করেছে পুলিশ। নতুন ওই আইনে বিচ্ছিন্নতাবাদী, ভিন্নমতাবলম্বী ও উপদলের লোকদের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার বিধান রয়েছে।
সমালোচকরা বলছেন, এই আইনের ফলে হংকংয়ের মানুষের স্বাধীনতা একেবারে কেড়ে নিল বেইজিং। কেউ মুখ খুললেই তাকে শায়েস্তা করার হাতিয়ার হলো এই নতুন আইন।
এর আগে ১৯৯৭ সালে হংকংকে চীনের হাতে ছেড়ে দিয়ে যায় ব্রিটেন। পুলিশ বলছে, বেআইনিভাবে জমায়েত হওয়া, নিরাপত্তা আইন লঙ্ঘন, পুলিশকে তাদের কার্যক্রম পরিচালনায় বাধা দেওয়ার জেরে অন্তত ৩০ জনকে আটক করা হয়েছে।