বিক্ষোভের মুখে কিরগিজ প্রেসিডেন্টের পদত্যাগ
বিক্ষোভের মুখে অবশেষে পদত্যাগ করলেন কিরগিজস্তানের প্রেসিডেন্ট সুরনবাই জেনবেকোভ। নতুন প্রধানমন্ত্রীর ক্ষমতা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগ করলেন তিনি।
দ্য গার্ডিয়ান জানায়, আজ বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন সুরনবাই জেনবেকোভ। বিতর্কিত নির্বাচনের পর টানা ১০ দিন ধরে দেশটির মানুষ ও বিরোধী দল তাঁর পদত্যাগ দাবি করে বিক্ষোভ করছিল।
দেশটির পার্লামেন্ট মনোনীত নতুন প্রধানমন্ত্রী সাদির জাপারভকে মেনে নিতে অস্বীকৃতি জানানোর একদিন পর সুরনবাই জেনবেকোভ ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন। এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘আমার পদত্যাগের দাবিতে সাধারণ মানুষ আর আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষ হোক সেটা আমি চাই না।’
চলতি মাসের শুরুতে (গত ৪ অক্টোবর) দেশটির সংসদ নির্বাচন হয়। এরপর নির্বাচনে ব্যাপক জালিয়াতির প্রতিবাদে ৫ অক্টোবর রাজধানী বিশকেকে শুরু হয় বিক্ষোভ। পরে তা দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সরকারবিরোধী বিক্ষোভকারীরা দেশটির পার্লামেন্ট ভবন ভাঙচুর ছাড়াও বিভিন্ন সরকারি ভবনে অগ্নিসংযোগ করে।