বিক্ষোভের মুখে পদত্যাগ করলেন কুয়েতের প্রধানমন্ত্রী
কুয়েতের প্রধানমন্ত্রী শায়েখ জাবের মোবারক আল-হামাদ তাঁর মন্ত্রীসভাসহ পদত্যাগ করেছেন। প্রধানমন্ত্রী তাঁর পদত্যাগপত্র দেশটির আমির সাবাহ আল আহমাদ আল জাবির আল সাবাহর কাছে জমা দিয়েছেন।
মালয়েশিয়ান সংবাদমাধ্যম নিউ স্ট্রেইট টাইমস এক প্রতিবেদনে জানায়, সরকারের মুখপাত্র তারেক আল মেজরেম এক বিবৃতিতে মন্ত্রিসভাসহ প্রধানমন্ত্রীর পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেছেন।
গত মঙ্গলবার কুয়েতের সংসদে দুজন মন্ত্রীর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপনের পর তাঁরা পদত্যাগ করেন। সংসদ সদস্যরা মন্ত্রীদের পদত্যাগকে স্বাগত জানিয়েছেন। এরও আগে দেশটির অর্থমন্ত্রী নায়েফ আল আজরাফ পদত্যাগ করেছিলেন।
দুর্নীতি দমনে ব্যর্থতার অভিযোগ ও সংস্কারের দাবিতে সরকারের বিরুদ্ধে বিক্ষোভের এক সপ্তাহর মধ্যে দেশটির সরকার পদত্যাগ করল।
পদত্যাগকারী প্রধানমন্ত্রী জাবের মোবারক আল-হামাদ প্রায় দশ বছর ধরে এই পদে ছিলেন। কুয়েতের আমির নয়া সরকার গঠনের দায়িত্ব কাকে দেবেন তা এখনো স্পষ্ট নয়।