বিদেশিদের জন্য এ বছর খুলছে না বালি দ্বীপ
মহামারি করোনাভাইরাসের কারণে চলতি বছরের বাকি সময়টাতেও ইন্দোনেশিয়ার অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র বালিতে বিদেশি পর্যটকদের ভ্রমণ নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, আগামী মাস থেকে বিদেশি পর্যটকদের জন্য বালিসহ ইন্দোনেশিয়ার গুরুত্বপূর্ণ পর্যটন স্থলগুলো খুলে দেওয়া হতে পারে জানানো হয়েছিল। তবে আপাতত সে পরিকল্পনা থেকে সরে আসলো ইন্দোনেশিয়া।
এই সিদ্ধান্ত দেশটির পর্যটন শিল্পের জন্য বড় ধাক্কা হয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে।
প্রতি বছর বালির সৈকতগুলোতে সাড়া বিশ্বের কয়েক লাখ পর্যটক বেড়াতে আসে। তাদের এই আগমন ওই অঞ্চলের মানুষজনের আয়ের অন্যতম উৎস। কিন্তু চলমান করোনাভাইরাস সংকটের কারণে খাঁ খাঁ করছে সৈকতগুলো।
মহামারির মধ্যে পর্যটন কেন্দ্রগুলো বন্ধ করে দেওয়া হয়। তবে জুলাইয়ের পর থেকে নিজেদের দেশের জনসাধারণের জন্য পর্যটন কেন্দ্রগুলো আবার চালু করা হয়েছে। কিন্তু বিদেশি পর্যটক না থাকায় শূন্য পড়ে আছে হোটেলগুলো। দৈনন্দিন খরচ মেটাতে হিমশিম খাচ্ছে মালিকরা।
স্থানীয় হোটেল এবং রেস্টুরেন্টগুলোও টিকে থাকার জন্য লড়াই করে যাচ্ছে। অনেক রিসোর্টের কর্মীরা চাকরি হারিয়ে তাদের গ্রামে ফিরে যেতে বাধ্য হয়েছে।
সম্প্রতি এক বিবৃতিতে বালি দ্বীপের গভর্নর ওয়েইয়ান কোস্টার বলেন, বর্তমান অবস্থা বিবেচনা করে বালি দ্বীপসহ বিভিন্ন স্থানে আন্তর্জাতিক পর্যটকদের ভ্রমণের অনুমতি দিচ্ছে না ইন্দোনেশিয়া।
কবে নাগাদ বালি দ্বীপ পর্যটকদের জন্য উন্মুক্ত হবে সে বিষয়টি পরিষ্কার করা না হলেও বলা হচ্ছে, এ বছর আর এই দ্বীপটিতে পর্যটকরা ঘুরতে যেতে পারবে না।