বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে শাদের প্রেসিডেন্ট নিহত
ষষ্ঠবারের মতো নির্বাচিত হওয়ার পরদিন আফ্রিকার দেশ শাদের প্রেসিডেন্ট ইদ্রিস দেবে বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন।
দেশটির সেনাবাহিনীর একজন মুখপাত্র মঙ্গলবার বলেছেন, শাদের উত্তরাঞ্চলের যুদ্ধক্ষেত্রে বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৈন্যদের দেখতে গিয়ে প্রেসিডেন্ট ইদ্রিস দেবে নিহত হন। তবে তাঁর নিহত হওয়ার সুনির্দিষ্ট কারণ জানা যায়নি। খবর আল জাজিরার।
রয়টার্সের খবরে বলা হয়, ৬৮ বছর বয়সী ইদ্রিস দেবে ছিলেন সবচেয়ে দীর্ঘ সময় ধরে ক্ষমতায় থাকা আফ্রিকান নেতাদের অন্যতম। ১৯৯০ সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসেন দেবে।
ইদ্রিস দেবে গত সপ্তাহে দেশটির উত্তরাঞ্চলে লিবিয়া সীমান্তে গিয়েছিলেন। নির্বাচনে জয়ী হয়ে বিজয় ভাষণের আগেই তিনি ওই অঞ্চল সফরে যান। সেখানে বিদ্রোহীদের দমনে লড়াই করছিল সেনাবাহিনী।