বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন বাবা, ক্ষোভে পাত্রীকে খুন
মেয়ের (পাত্রী) বাবার কাছে বিয়ের প্রস্তাব দিয়েছিলেনে এক যুবক। সেটি ফিরিয়ে দেন তিনি। এর জেরে মেয়েকে কুপিয়ে হত্যা করেছে ওই যুবক। ঘটনাটি পারস্য উপসাগরের দেশ জর্দানের। পরে তাকে ২০ বছরের সাজা দিয়েছেন আদালত। খবর গালফ নিউজের।
প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি জানায়, ২০২১ সালে এক বিধবা নারীকে বিয়ের জন্য তারা বাবার কাছে প্রস্তাব পাঠায় ওই যুবক। তবে, পাত্রীর বাবা প্রস্তাবটি প্রত্যাখ্যান করে। ক্ষোভে ওই পাত্রীকে আটবার ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে যুবক।
ঘটনার দিনও পাত্রীকে গাড়ি করে বাড়িতে পৌঁছে দেয় ৩০ বছর বয়সী ওই ব্যক্তি। বাড়ির সামনে গাড়ি দাঁড় করিয়ে নারীকে ছুরি দিয়ে আঘাত করে অভিযুক্ত। এ সময় গাড়ির দরজা খুলে পালিয়ে যায় দুই সন্তানের ওই মা। তবে তার পিছু নেয় বিয়ের প্রস্তাব দেওয়া ব্যক্তি। পরে, তাকে রাস্তায় কুপিয়ে হত্যা করে, যা সিসিটিভি ক্যামেরায় ধরা পড়ে।
জর্দানের এক বিধবা নারীকে হত্যার দায়ে ৩০ বছর বয়সী যুবককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির গ্যান্ড ক্রিমিনাল আদালত। ওই নারীর বাবা বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করার পরেই এই হত্যাকাণ্ডটি ঘটিয় ওই যুবক।