বিশ্বব্যাপী করোনা আতঙ্কের মধ্যে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাল উত্তর কোরিয়া
বিশ্বব্যাপী করোনা আতঙ্কের মধ্যে সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া। দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী এই দাবি করেছে। তারা বলছে, আজ শনিবার সকালে পিয়ংগান প্রদেশের পূর্ব সাগর উপকূল থেকে স্বল্পপাল্লার দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়েছে।
ক্ষেপণাস্ত্র দুটি জাপান সাগরের অর্থনৈতিক অঞ্চলের কাছাকাছি গিয়ে পড়েছে বলে নিশ্চিত করেছে জাপানের কোস্টগার্ড।
চলতি মাসের শুরুতে সামরিক মহড়ার নামেও একাধিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া। এরপরই যুক্তরাষ্ট্র ও চীনের পক্ষ থেকে উত্তর কোরিয়াকে পরমাণু ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির অবসান ঘটিয়ে আলোচনায় আসার আহ্বান জানানো হয়। কিন্তু আগের মতো কোনো আহ্বানেই তোয়াক্কা করছে করছে না পিয়ংইয়ং।