বিশ্বে করোনায় মৃত্যু ৬০ লাখ ছুঁই ছুঁই
বিশ্বে নভেল করোনাভাইরাসে মৃত্যু ৬০ লাখ ছুঁই ছুঁই। শেষ ২৪ ঘণ্টায় নতুন মৃত্যুর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ হাজার। এ পর্যন্ত মোট ৪৩ কোটি ৭০ লাখ ৭০ হাজার ৮০৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন ৩৬ কোটি ৮১ লাখ ৯০ হাজার ৫৮৫ জন।
আজ মঙ্গলবার সকাল ৯টা ২৪ মিনিটে বিশ্বজুড়ে করোনাভাইরাস শনাক্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারসের শেষ ২৪ ঘণ্টার তথ্য বলছে, বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন পাঁচ হাজার ৩৪৭ জন। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৫৯ লাখ ৭৫ হাজার ১৫ জনে। একই সময়ে এ ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন নয় লাখ ৬৮ হাজার ২৯০ জন।
এদিকে গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩৩ জন এবং নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন এক লাখ ৬ হাজার ৯২০ জন। শেষ পাওয়া তথ্যে এটিই বিশ্বে সব থেকে বেশি মৃত্যু ও শনাক্তের দেশ।
অন্যদিকে গত ২৪ ঘণ্টায় জার্মানিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৫ হাজার ৩৯৬ জন এবং মারা গেছেন ১১৮ জন।