বিশ্ব গণমাধ্যমে পদ্মা সেতু উদ্বোধনের খবর
স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধনের খবর শুধু দেশের গণ্ডির মধ্যেই সীমাবদ্ধ নেই। সীমানা পেরিয়ে ১৭ কোটি মানুষের স্বপ্নের দ্বার উন্মোচনের খবর, আন্তর্জাতিক গণমাধ্যগুলোর মাধ্যমে ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।
পদ্মা সেতু উদ্বোধনের খবর ফলাও করে প্রচার করেছে মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস (এপি)। বাংলাদেশের দীর্ঘতম সেতুর উদ্বোধন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশের স্বপ্নের সেতু উদ্বোধনের খবর জানিয়েছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট।
এ ছাড়াও পদ্মা সেতু উদ্বোধনের সংবাদ গুরুত্বের সঙ্গে প্রচার করে টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, দ্য হিন্দুসহ ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
অন্যতম প্রধান শিরোনাম হিসেবে এ খবরটি স্থান পায় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কলকাতার আনন্দবাজার পত্রিকায়। ‘জ্বলে পুড়ে-মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়! পদ্মা সেতু উদ্বোধনে হাসিনার কণ্ঠে সুকান্ত’ শিরোনামের আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়, ‘শনিবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হলো বাংলাদেশ। মাওয়া পয়েন্ট টোল দিয়ে নয়া ইতিহাস তৈরি করল বাংলাদেশ।’
এ ছাড়াও বাংলাদেশের বৃহত্তম সেতুর উদ্বোধনের খবর প্রচার করে ব্লুমবার্গ, সিনহুয়া, গালফ নিউজ, আলজাজিরা, এএফপি, খালিজ টাইমসসহ আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমগুলোও।