বুরকিনা ফাসোয় নিরাপত্তা ফাঁড়িতে হামলা, নিহত ১০
বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে মালি সীমান্তবর্তী একটি নিরাপত্তা ফাঁড়িতে হামলায় কমপক্ষে পাঁচ পুলিশ সদস্য ও পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। দেশটির নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে।
পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসোর সংঘাতপূর্ণ উত্তরাঞ্চলে সর্বশেষ ভয়াবহ হামলার ঘটনা এটি। দেশটি তথাকথিত জিহাদিদের বিরুদ্ধে লড়াই করছে। আর এ যুদ্ধে শত শত মানুষ প্রাণ হারিয়েছে। বার্তা সংস্থা এএফপি ও বাসস এ খবর জানিয়েছে।
নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, অস্ত্রধারী অনেক মানুষ গত সোমবার ভোরে আওয়ারসির একটি পুলিশ ফাঁড়িতে হামলা চালায়।
‘কয়েক ঘণ্টা বন্দুকযুদ্ধের পর হামলাকারীরা এ নিরাপত্তা ফাঁড়ির ভেতরে ঢুকে পড়ে। এ হামলায় দুর্ভাগ্যজনকভাবে আমরা পাঁচ পুলিশ সদস্যকে হারিয়েছি,’ যোগ করেন ওই নিরাপত্তা সূত্র।
অপর এক সূত্র জানায়, এ হামলায় পাঁচজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁরা একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন।
উদালান প্রদেশের ওই ফাঁড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে। হামলায় ফাঁড়িটির ব্যাপক ক্ষতি হয়েছে।
গত রোববার বুরকিনা ফাসোর উত্তরাঞ্চলে জিহাদিদের হামলায় ডেপুটি মেয়রসহ চারজন নিহত হন।