বুরুন্ডির প্রেসিডেন্টের মৃত্যু, চিকিৎসাধীন করোনায় আক্রান্ত স্ত্রী
আফ্রিকার দেশ বুরুন্ডির প্রেসিডেন্ট পিয়েরে কুরুনজিজা (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। দেশটির রাষ্ট্রীয় ঘোষণায় বলা হয়েছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে তাঁর স্ত্রী করোনায় আক্রান্ত হয়ে পার্শ্ববর্তী দেশ কেনিয়ায় চিকিৎসা নিচ্ছেন বলে সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে।
ফুটবলপ্রিয় পিয়েরে কুরুনজিজা ১৫ বছর ধরে বুরুন্ডির ক্ষমতায় রয়েছেন। আগামী আগস্টে তাঁর ক্ষমতা ছাড়ার কথা ছিল। এর আগে ২০১৫ সালে তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট পদের জন্য লড়বার ঘোষণা দিলে দেশটিতে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়। এতে কয়েকশো মানুষের মৃত্যু হয়। দেশ ছাড়তে বাধ্য হন হাজার হাজার রাজনৈতিক কর্মী।
অসুস্থ বোধ করায় গত শনিবার হাসপাতালে ভর্তি হন কুরুনজিজা। পরে তাঁর অবস্থা কিছুটা ভালোর দিকে যায়। পরে গত সোমবার হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়।
বুরুন্ডিতে এ পর্যন্ত ৮৩ জন কোভিড-১৯ রোগী শনাক্ত করা হয়েছে। এদের মধ্যে ৪৫ জন সুস্থ হয়ে উঠেছে। একজনের মৃত্যু হয়েছে।