বেশি কাছাকাছি? সিঙ্গাপুরে করোনাযুদ্ধের নিয়ম ভাঙলেই সাজা
করোনাভাইরাস মোকাবিলায় সামাজিক দূরত্ব বজায় না রাখলে কঠোর শাস্তির বিধান এনেছে সিঙ্গাপুর। এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির মধ্যে দূরত্ব এক মিটারের কম হলেই হতে পারে জেল-জরিমানা। সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমস আজ শুক্রবার এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, স্বাস্থ্য মন্ত্রণালয়ের করা নতুন সংক্রামক রোগ আইন অনুযায়ী, জনসমাগমের স্থানে, বসার ক্ষেত্রে বা লাইনে দাঁড়ানোর সময় প্রত্যেককে এক মিটার বা তিন ফুট দূরত্ব বজায় রাখতে হবে, তা না হলে তাঁর ছয় মাসের জেল অথবা ১০ হাজার সিঙ্গাপুরিয়ান ডলার পর্যন্ত জরিমানা অথবা উভয় দণ্ডে দণ্ডিত হতে পারে।
এ ছাড়া শপিং সেন্টার, উপাসনালয়, অন্ত্যেষ্টিক্রিয়ার স্থানসহ ৫৫ ধরনের বিনোদন কেন্দ্র, জাদুঘর এবং থিম পার্কের ক্ষেত্রেও এমন ব্যবস্থা না রাখলে মালিকদের শাস্তির আওতায় আনা হবে। তবে স্কুল, কর্মক্ষেত্র, সংসদ ও আদালত এ আইনের আওতাভুক্ত নয়।
এদিকে করোনা মোকাবিলায় নানামুখী পদক্ষেপ গ্রহণের জন্য আগে থেকেই প্রশংসায় ভাসছে সিঙ্গাপুর। এর মধ্যে গোয়েন্দা নজরদারির মাধ্যমে করোনা রোগী শনাক্ত এবং ওই রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে কোয়ারেন্টিনে রাখার বিষয়টি ব্যাপকভাবে সাড়া ফেলেছে।
সিঙ্গাপুরে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে দুজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া আক্রান্ত হয়েছেন ৬৮৩ জন। চীনের পর করোনাভাইরাসে শুরুর দিকে আক্রান্ত হওয়া দেশগুলোর মধ্যে সিঙ্গাপুর একটি। কিন্তু বিভিন্ন পদক্ষেপ নেওয়ার পর অন্যান্য দেশের তুলনায় এ ভাইরাসটি অনেকটাই নিয়ন্ত্রণে এনেছে সিঙ্গাপুর।