বৈদেশিক অর্থ-সহায়তা ও ‘স্বাধীন পররাষ্ট্রনীতি’ চায় আফগানিস্তান
দেশের বাইরে থেকে অর্থনৈতিক সহায়তার প্রত্যাশা সত্ত্বেও ‘স্বাধীন বিদেশ নীতি’ চাইছে আফগানিস্তান। দেশটির ডেপুটি প্রধানমন্ত্রী আব্দুল সালাম হানাফি গত বুধবার তালেবানের প্রথম অর্থনৈতিক সম্মেলনে এ কথা বলেন। বার্তা সংস্থা এএনআই এ খবর জানিয়েছে।
হানাফির বরাতে খামা প্রেস জানিয়েছে, বিদেশি সহযোগিতায় অর্থনৈতিক নির্ভরতা চায় আফগানিস্তান। একই সঙ্গে দেশীয় উৎস থেকে সংগৃহীত তহবিল নিয়ে বার্ষিক বাজেট ঘোষণার চেষ্টা করছে দেশটি।
এরই মধ্যে তালেবানের ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হেদায়েতুল্লাহ বাদরি বলেছেন, বর্তমান বাজেট অনেক কম, তাই দেশীয় উৎস থেকে অর্থ সংগ্রহ করে বাজেট বাড়ানো এবং উন্নয়ন কার্যক্রম পরিচালনার চেষ্টা চলছে।
এর আগে তালেবান সরকারের প্রধানমন্ত্রী মোল্লা মোহাম্মদ হাছান আখুন্দ ইসলামিক দেশগুলোকে তালেবানের স্বাধীনতা ও অন্তবর্তী সরকারকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।
‘ইকোনমি অব আফগানিস্তান’ শিরোনামে তালেবানের অর্থনৈতিক সম্মেলনটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হয় এবং রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল আরটিএ-তে প্রচার করা হয়।