‘বৈরুত বিস্ফোরণে ২ বাংলাদেশি নিহত’
লেবাননের রাজধানী বৈরুতে গতকাল মঙ্গলবার ভয়াবহ বিস্ফোরণে দুজন বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়ে বৈরুতের দুটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আরো ৫৯ বাংলাদেশি বেসামরিক নাগরিক। তাঁদের মধ্যে ৪৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন। এ ছাড়া লেবাননের রাজধানী বৈরুত সমুদ্রবন্দরের জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে মেরিটাইম টাস্কফোর্সের অধীনে নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয়ের (বিএনএস বিজয়) ২১ সদস্য আহত হয়েছেন।
আজ বুধবার দুপুরে লেবাননে বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি আবদুল্লাহ আল মামুন মুঠোফোনে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আবদুল্লাহ আল মামুন বলেন, ‘গতকালের ভয়াবহ বিস্ফোরণে বৈরুত কেঁপে উঠেছে। এ ঘটনার পরপরই আমরা দূতাবাসের পক্ষ থেকে বাংলাদেশি নাগরিকদের বিষয়ে খোঁজখবর নিচ্ছি। শেষ খবর পাওয়া পর্যন্ত বৈরুতে বাংলাদেশের দুজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। তাঁদের একজনের নাম মেহেদী হাসান। অন্যজনের নাম মিজান। তাঁদের পূর্ণ পরিচয় ও বাংলাদেশের ঠিকানা নেওয়ার চেষ্টা করছি।’
ফার্স্ট সেক্রেটারি আরো বলেন, ‘রাজধানী বৈরুতের দুটি হাসপাতালে ৫৯ বাংলাদেশি নাগরিক বিস্ফোরণে আহত হয়ে চিকিসাধীন। আমরা দূতাবাসের পক্ষ থেকে তাঁদের সার্বক্ষণিক খোঁজখবর নিচ্ছি। এ ছাড়া আমরা আজ দূতাবাসে একটি হেল্প ডেস্ক খুলেছি। এখানে বাংলাদেশি শ্রমিকদের যোগাযোগ করতে বলা হয়েছে। বৈরুতের রফিক হারিরি হাসপাতালে ৫৭ বাংলাদেশি নাগরিক আহত অবস্থায় ভর্তি হয়েছেন।’ তবে তাঁদের মধ্যে ৪৯ জন চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন বলে জানা গেছে।
আবদুল্লাহ আল মামুন আরো বলেন, ‘স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৬টার পর ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর থেকে আমরা যখন জানতে পেরেছি, সমুদ্রসৈকতে থাকা বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন থেকেই দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আহতদের পাশে রয়েছে।’
ফার্স্ট সেক্রেটারি বলেন, ‘বিস্ফোরণস্থলের পাঁচ কিলোমিটার দূরে আমার বাসা। ঘটনার সময় আমি অফিস থেকে সবে বাসায় ফিরেছি। শক্তিশালী ভূমিকম্পের মতো বিকট আওয়াজের পর পুরো ভবন ভয়ানকভাবে কেঁপে ওঠে। মুহূর্তের মধ্যে বাসার জানালার সব কাচ ভেঙে পড়ে যায়। বাসা থেকে দ্রুত নিচে নেমে মানুষের চিৎকার-চেঁচামেচি শুনতে পাই। সমুদ্রতীরে আগুন ও ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা যায়। পরে বিস্ফোরণের ঘটনা জানতে পারি।’
লেবাননের রাজধানী বৈরুতে গতকাল মঙ্গলবার ভয়াবহ দুটি বিস্ফোরণে অন্তত ৭৮ জনের মৃত্যুর খবর দিয়েছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, বিস্ফোরণে চার হাজারের বেশি মানুষ আহত হয়েছে এবং বহু ঘরবাড়ি ও গাড়ি বিধ্বস্ত হয়েছে। লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক প্রধান জানিয়েছেন, অত্যন্ত বিস্ফোরক রাসায়নিক পদার্থের গুদামে এ বিস্ফোরণ ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসি ও দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।
বৈরুতের কর্মকর্তারা বলছেন, এ বিস্ফোরণ একটি দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এ বিস্ফোরণ ঘটানো হয়নি। তাঁরা বলছেন, গুদামে ছয় বছর ধরে মজুদ রাখা অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এ বিস্ফোরণের ঘটনাকে বিপর্যয় বলে মন্তব্য করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন।
এ ছাড়া লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এক টু্ইট বার্তায় বলেছেন, কোনো গুদামে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক অনিরাপদভাবে মজুদ রাখার বিষয়টি ‘অগ্রহণযোগ্য’।