বৈরুত বিস্ফোরণ : বহু হতাহতের ঘটনায় শোকার্ত লেবানন
লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে বড় ধরনের জোড়া বিস্ফোরণে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত ৭৮ জনের মৃত্যু হয়েছে; আহত হয়েছেন চার হাজারের বেশি মানুষ। লেবাননের অভ্যন্তরীণ নিরাপত্তাবিষয়ক প্রধান বলেছেন, অত্যন্ত দাহ্য ও বিস্ফোরক রাসায়নিক পদার্থের গুদামে এ বিস্ফোরণ ঘটেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
বৈরুতের কর্মকর্তারা বলছেন, এ বিস্ফোরণ দুর্ঘটনা। পরিকল্পিতভাবে এ বিস্ফোরণ ঘটানো হয়নি। তাঁরা বলছেন, গুদামে ছয় বছর ধরে মজুদ রাখা অত্যন্ত বিপজ্জনক বিস্ফোরক থেকে এ দুর্ঘটনা ঘটেছে।
লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব এ বিস্ফোরণের ঘটনাকে বিপর্যয় বলে মন্তব্য করেছেন এবং দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার কথা জানিয়েছেন।
এ ছাড়া লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন এক টু্ইট বার্তায় বলেছেন, কোনো গুদামে দুই হাজার ৭৫০ টন অ্যামোনিয়াম নাইট্রেটের মতো বিস্ফোরক অনিরাপদভাবে মজুদ রাখার বিষয়টি ‘অগ্রহণযোগ্য’।
বৈরুতে বিস্ফোরণের ঘটনায় আজ বুধবার মন্ত্রিসভার বিশেষ একটি বৈঠক ডেকেছেন লেবাননের প্রেসিডেন্ট আউন। আজ থেকে তিন দিনের জন্য লেবাননে রাষ্ট্রীয় শোক পালন করা হবে।
উদ্ধারকর্মীরা এখনো ধ্বংসস্তূপের মধ্য থেকে ভুক্তভোগীদের উদ্ধারের চেষ্টা করছেন। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এর আগে গতকাল মঙ্গলবার কর্তৃপক্ষ জানিয়েছিল, কীভাবে বিস্ফোরণ ঘটেছে, তা নিশ্চিতভাবে জানার জন্য তদন্ত চলছে।
বৈরুতে কী হয়েছিল?
বৈরুতের বন্দর এলাকায় গতকাল মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার ঠিক পরই বিস্ফোরণটি ঘটে। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বিস্ফোরণের পর ধ্বংসস্তূপের নিচে মানুষকে আটকা পড়ে থাকতে দেখা গেছে। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, বিস্ফোরণের সময় তীব্র ও কান ফাটানো আওয়াজ হয়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একাধিক ভিডিও ফুটেজে অনেক গাড়ি ও ভবন বিধ্বস্ত হতে দেখা গেছে।
বন্দর এলাকা থেকে পাওয়া ভিডিওতে প্রথমে বিস্ফোরণস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। এরপর মাশরুমের মতো ধোঁয়া উঠে প্রচণ্ড বিস্ফোরণ হতে দেখা যায়। টুইটারে অনেকে মোবাইল ফোনে তোলা বিস্ফোরণের ভিডিও শেয়ার করেন।
টুইটারে পোস্ট করা একটি ভিডিওতে দেখা যায়, বিস্ফোরণস্থল থেকে কয়েক কিলোমিটার দূরের ভবনের কাচ ভেঙে গেছে।
প্রথম বিস্ফোরণের পর আরেকটি আরো বড় বিস্ফোরণের ধোঁয়ায় আশপাশের ভবনগুলো ঢেকে যেতে দেখা যায়।
বিস্ফোরণের প্রভাব লেবাননের ২৪০ কিলোমিটার দূরের পূর্ব ভূ-মধ্যসাগরের দ্বীপরাষ্ট্র সাইপ্রাসেও অনুভূত হয়েছে। সেখানকার মানুষ তাৎক্ষণিকভাবে মনে করেছিল যে আশপাশে ভূমিকম্প হয়েছে।
ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার টুইটারে লিখেছে, ‘আমরা সাইপ্রাস থেকে (বৈরুতের) এ বিস্ফোরণ-সংশ্লিষ্ট তথ্য হাতে পেয়েছি। জানা গেছে, বৈরুতে বিস্ফোরণের ঘটনায় সাইপ্রাসেও আওয়াজ পাওয়া গেছে, সেখানকার কয়েকটি ভবনের জানালা কেঁপে উঠেছে।’
সাইপ্রাস থেকে বেশ কয়েকজন সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী টুইটারে জানিয়েছেন, তাঁরা নিজেদের বাসভবনে বিস্ফোরণের প্রভাব অনুভব করেছেন।
বৈরুতের হাসপাতালগুলো আহতদের ভিড়ে উপচে পড়ছে বলে বলা হচ্ছে। বিবিসির একজন সংবাদদাতা জানিয়েছেন, নিকটবর্তী হাসপাতালে এত আহত মানুষকে আনা হয়েছে যে সেখানে স্থান সংকুলান হচ্ছে না।
ফায়ার সার্ভিসের কর্মীরা অনেক স্থানে আগুন নেভাতে হিমশিম খেয়েছেন। প্রেসিডেন্ট মিশেল আউনের সভাপতিত্বে সুপ্রিম ডিফেন্স কাউন্সিল বা সর্বোচ্চ প্রতিরক্ষা কাউন্সিলের জরুরি বৈঠক হয়েছে এবং সরকারকে রাজধানী বৈরুতে দুই সপ্তাহের জন্য জরুরি অবস্থা জারির সুপারিশ করা হয়েছে। আজ বুধবার থেকে লেবাননে তিন দিনের জাতীয় শোক ঘোষণা করা হয়েছে।
লেবাননের এ বিস্ফোরণ ঘটেছে এক স্পর্শকাতর সময়ে। দেশটির সাবেক প্রধানমন্ত্রী রাফিক হারিরিকে ২০০৫ সালে হত্যা মামলার রায় ঘোষণার কথা রয়েছে এ সপ্তাহেই। গাড়িবোমা বিস্ফোরণে হারিরি হত্যায় চারজন সন্দেহভাজনের মামলার রায় জাতিসংঘের একটি ট্রাইব্যুনালের দেওয়ার কথা আগামী শুক্রবার।
অ্যামোনিয়াম নাইট্রেট কী?
অ্যামোনিয়াম নাইট্রেট বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। তবে অ্যামোনিয়াম নাইট্রেট সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কৃষিকাজে সার হিসেবে। এ ছাড়া বিস্ফোরক হিসেবেও এটি ব্যবহৃত হয়।
আগুনের সংস্পর্শে এলে অ্যামোনিয়াম নাইট্রেট অত্যন্ত সক্রিয় বিস্ফোরক হিসেবে কাজ করে। আর বিস্ফোরিত হলে অ্যামোনিয়াম নাইট্রেট থেকে নাইট্রোজেন অক্সাইড ও অ্যামোনিয়ার মতো বিষাক্ত গ্যাসও নির্গত হতে পারে।
যেহেতু অ্যামোনিয়াম নাইট্রেট অত্যন্ত দাহ্য রাসায়নিক পদার্থ, অ্যামোনিয়াম নাইট্রেট মজুদ করে রাখার জন্য কঠোর নিয়ম মেনে চলতে হয়। বিশেষ করে, মজুদ করার স্থানকে এমনভাবে নিরাপদ করতে হয় যেন আগুন না লাগে।
এ ছাড়া লক্ষ রাখতে হয় যেন কোনো নালা বা ড্রেনে অ্যামোনিয়াম নাইট্রেট জমা হয়ে বিস্ফোরণের ঝুঁকি তৈরি না করতে পারে।