বোকো হারামের কবল থেকে ১৭ শিক্ষার্থী উদ্ধার, মৃত ২
নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় কাটসিনা রাজ্যে গত শুক্রবার একটি স্কুল থেকে কয়েকশ শিক্ষার্থী নিখোঁজ হয়েছিল। পরে সশস্ত্র জঙ্গি সংগঠন বোকো হারাম ওই শিক্ষার্থীদের অপহরণের কথা স্বীকার করে নেয়। এদিকে মঙ্গলবার এক অভিযান চালিয়ে বোকো হারামের কবল থেকে ১৭ শিক্ষার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। তবে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
দেশটির এক কর্মকর্তার বরাত দিয়ে আলজাজিরা এক প্রতিবেদনে জানায়, স্কুল থেকে বোকো হারামের অপহরণের শিকার কমপক্ষে ১৭ জন শিক্ষার্থীকে অভিযান চালিয়ে উদ্ধার করা হয়েছে। তবে এ অভিযানে দুই শিক্ষার্থী নিহত হয়েছে।
কাটসিনা রাজ্যের গভর্নর আমিনু মাসারী এ বিবৃতিতে জানান, শুক্রবার কাটসিনার স্কুল থেকে কয়েকজন ছাত্রকে অপহরণ করা হয়। পরে তিনি শিক্ষার্থীদের উদ্ধারের জন্য একটি অভিযান চালানোর নির্দেশ দেন।
গভর্নর জানান, অপহৃত শিক্ষার্থীদের বেশিরভাগই পার্শ্ববর্তী প্রদেশের জামফারা জঙ্গলে রয়েছে। তাদের উদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উল্লেখ, মঙ্গলবার জঙ্গি গোষ্ঠী বোকো হারাম একটি অডিওবার্তা পাঠিয়ে নিখোঁজ শিক্ষার্থীদের অপহরণ করা হয়েছে বলে দায় স্বীকার করে।