‘বোধবুদ্ধি লোপ পাওয়া বৃদ্ধ’, ট্রাম্পকে ইঙ্গিত করে উত্তর কোরিয়া
নতুন করে শুরু হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে উত্তর কোরিয়ার কথার লড়াই। মার্কিন প্রেসিডেন্ট উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার হুমকি দিলে তারাও পাল্টা জবাব দিচ্ছে।
‘বাগযুদ্ধ’
যুক্তরাজ্যে সম্প্রতি অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনে গত মঙ্গলবার উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনকে ‘রকেটম্যান’ বলে সম্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এ ছাড়া ট্রাম্প বলেন, উত্তর কোরিয়ার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের অধিকার রাখে যুক্তরাষ্ট্র। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।
ট্রাম্পের এমন বক্তব্যের পর উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থায় দেওয়া এক বিবৃতিতে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই হুঁশিয়ারি দিয়ে বলেন, ট্রাম্পের বক্তব্যের কারণে দুই বছর আগের ‘বাগযুদ্ধ’ আবার শুরু হতে পারে।
উত্তর কোরিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী চো সন-হুই বলেন, ‘এখনকার এমন অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে যদি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কোনো ভাষা ও অভিব্যক্তির কারণে মারমুখী পরিস্থিতি সৃষ্টি করা হয়, তাহলে অবশ্যই সেটা বয়সের কারণে বোধবুদ্ধি লোপ পাওয়া বৃদ্ধের আচরণ হিসেবেই গণ্য হবে।’
২০১৭ সালে প্রথমবার উত্তর কোরিয়া ডোনাল্ড ট্রাম্পকে ‘ডোটার্ড’ বা বৃদ্ধ ও দুর্বল ব্যক্তি বলে অভিহিত করে।
পরমাণু নিরস্ত্রীকরণ কার্যকর করতে ২০১৮ সালের জুনে সিঙ্গাপুরে মুখোমুখি বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প ও কিম জং-উন। এর পর চলতি বছরের ফেব্রুয়ারিতে আরেক দফা বৈঠক করেন দুই নেতা।
কিন্তু দুটি বৈঠকই কার্যত নিষ্ফল হয়। এর পর উত্তর ও দক্ষিণ কোরিয়াকে বিভাজনকারী অসামরিক অঞ্চলে আকস্মিক সাক্ষাৎ করেন ট্রাম্প-কিম। ওই সাক্ষাৎ-পরবর্তী সময়ে একের পর এক স্বল্পপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালায় উত্তর কোরিয়া।
কয়েক মাস ধরে দুই দেশের মধ্যে নতুন করে বিদ্বেষপূর্ণ বাদানুবাদ শুরু হয়েছে।
এর আগে ২০১৭ সালে ট্রাম্প ও কিম একে অন্যের বিরুদ্ধে ‘ঢিল মারলে পাটকেল খেতে হয়’ এমন ঢঙে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েন। সে সময় কিমকে ‘খুদে রকেটম্যান’ ও ‘পাগলা’ বলেন ট্রাম্প। অন্যদিকে কিম মার্কিন প্রেসিডেন্টকে ‘মানসিকভাবে বিপর্যস্ত দুর্বল বৃদ্ধ’ বলে মন্তব্য করেন।