ব্রাজিলে মন্ত্রিসভায় রদবদল
ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো সোমবার তাঁর সরকারের মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি পদে রদবদল করেছেন। পররাষ্ট্র, প্রতিরক্ষা, বিচারসহ ছয় মন্ত্রণালয়ে এ রদবদল করেন প্রেসিডেন্ট। দেশটির প্রশাসনের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর বাসসের।
কট্টর ডানপন্থী এ নেতা আগামী ২০২২ সালের নির্বাচনে পুনরায় প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন। এ ছাড়া দেশটিতে করোনার তীব্র সংক্রমণ নিয়ন্ত্রণে তাঁর সরকারের উদ্যোগ নিয়ে তিনি যথেষ্ট সমালোচিত হচ্ছেন।
উল্লেখ্য, ব্রাজিল এরই মধ্যে করোনায় পর্যুদস্ত হয়ে পড়েছে। এর আগে জাইর বলসোনারো তাঁর স্বাস্থ্যমন্ত্রীকে সরিয়ে নতুন স্বাস্থ্যমন্ত্রী নিয়োগ দেন। করোনা মহামারিকালে তিনি চতুর্থবারের মতো স্বাস্থ্য মন্ত্রণালয়ে পরিবর্তন আনেন।
এদিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আর্নেস্তো আরাউজু কোভিড-১৯-এর ভ্যাকসিন নিয়ে সরকারের সমালোচনায় করায় ধারণা করা হচ্ছিল বলসোনারো হয়তো তাঁকে বরখাস্ত করবেন। কিন্তু অনেককে বিস্মিত করে তিনি একই সঙ্গে এতোগুলো মন্ত্রণালয়ে রদবদলে ঘটিয়েছেন।
এ ছাড়া একই সঙ্গে তিনি নতুন অ্যাটর্নি জেনারেল ও সরকারি সচিব নিয়োগ দেন।
দেশটির যোগাযোগ মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, নতুন সব নিয়োগ সরকারি গেজেটে প্রকাশিত হবে।