ব্রিটেন থেকে সব যাত্রীবাহী ফ্লাইট নিষিদ্ধ করল নেদারল্যান্ডস
ব্রিটেন থেকে সব যাত্রীবাহী ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে নেদারল্যান্ডস সরকার। নতুন ধরনের করোনা সংক্রমণ শনাক্ত হওয়ার পর ডাচ সরকার এ উদ্যোগ নিয়েছে।
সংবাদমাধ্যম ইউরো নিউজ এক প্রতিবেদনে জানায়, স্থানীয় সময় আজ রোববার সকাল ৬টা থকে ১ জানুয়ারি পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।
নতুন ও আরো বেশি সংক্রামক শক্তি সম্পন্ন করোনাভাইরাস ব্রিটেনে ছড়িয়ে পড়েছে। এ ভাইরাস প্রতিরোধে ব্রিটেনের বিভিন্ন অংশে লোকজনকে ঘরে থাকার নির্দেশ জারি করা হয়েছে।
এদিকে ডাচ স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, কোভিড-১৯ ভাইরাসের আরো সংক্রামক রূপান্তর পুরো ব্রিটেনজুড়ে ছড়িয়ে পড়েছে। এটি খুব দ্রুত ও সহজে ছড়িয়ে পড়ছে। এটি শনাক্ত করাও কঠিন হয়ে পড়েছে। এ কারণে প্রধানমন্ত্রী মার্ক রুটের ক্যাবিনেট সকর্তামূলক পদক্ষেপ হিসেবে এ উদ্যোগ নিয়েছে।
বিবৃতিতে ডাচ নাগরিকদের খুব বেশি প্রয়োজন না হলে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ, নেদারল্যান্ডসে বর্তমানে পাঁচ সপ্তাহের লকডাউন চলছে। মধ্য জানুয়ারি পর্যন্ত এ লকডাউন চলবে। শিক্ষাপ্রতিষ্ঠানসহ অদরকারি ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে।