ব্ল্যাক ফাঙ্গাসে নেপালে প্রথম মৃত্যু
হিমালয়ের দেশ নেপাল ব্ল্যাক ফাঙ্গাস ছত্রাকে আক্রান্ত রোগীর প্রথম মৃত্যু দেখল। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পাওদেল এ তথ্য নিশ্চিত করেছেন। আজ শুক্রবার এ খবর প্রকাশ করেছে খালিজ টাইমস ও এনডিটিভি।
মুখপাত্র কৃষ্ণ প্রসাদ পাওদেল জানান, নেপালে বর্তমানে অন্তত ১০ জন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগী রয়েছে। ভারতে মরণব্যাধী এই রোগটি হাজারের অধিক কোভিড-১৯ রোগীকে সংক্রমিত করেছে। এরই মধ্যে দেশটিতে অনেকেই মারা গেছে। তবে নেপালে এটিই প্রথম মৃত্যুর ঘটনা।
নেপালে গতকাল ৩ জুন ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত হয়ে মারা যান ৬৫ বছর বয়সী এক বৃদ্ধা। শরীরে টেম্পোরাল লোব এনসেফালাইটিস ধরা পড়ার পর থেকে পশ্চিম নেপালের একটি হাসপাতালের ইনটেন্সিভ কেয়ার ইউনিটে তার চিকিৎসা চলছিল।
সেতি প্রাদেশিক হাসপাতাল গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে বলেছে, ‘২০২১ সালের ৩ জুন তিনি মারা যান... অনুনাসিক সোয়াব টেস্টে ছত্রাকের হাইফি এবং নাক ও ঠোঁটের একটি বায়োপসি টেস্টে মিউকর (ফাঙ্গাস) দেখা গেছে।’