ভূমিকম্প আঘাত হানল মিয়ানমারে
মিয়ানমারে ৫ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। আজ মঙ্গলবার স্থানীয় সময় সকালে এই কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
তবে এই ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।
এনসিএস আরও জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৯টার দিকে মিয়ানমারের ৬৩ কিলোমিটার উত্তরে ভূমিকম্প হয়।
এর আগে সোমবার দিবাগত রাতেও ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে মিয়ানমারের সীমান্ত এলাকা। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৮ মিনিট ৩২ সেকেন্ডে এই ভূমিকম্পটি অনুভূত হয়।