ভোট কারচুপির কোনো প্রমাণ নেই : ফেডারেল নির্বাচন কমিশন
মার্কিন নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে বার বার ভোট কারচুপির অভিযোগ করা হলেও ফেডারেল নির্বাচন কমিশনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে।
ফেডারেল নির্বাচন কমিশনের কর্মকর্তা এলেন উইনট্রব মার্কিন গণমাধ্যম সিএনএনকে বলেন, ‘সত্যিকার অর্থেই এ বছরের ভোটে জালিয়াতির কোনো প্রমাণ নেই।‘
‘সারা দেশে কেন্দ্রীয় ও স্থানীয় কার্যালয়ের নির্বাচন কর্মকর্তারা কঠোর পরিশ্রম করছেন। নির্বাচনে ভোট গ্রহণের ব্যাপারে খুব নগণ্য অভিযোগ এসেছে।‘
স্থানীয় সময় আজ শনিবার সকালে উইনট্রব বলেন, ‘প্রমাণ আছে এমন অভিযোগ একেবারেই কম। কোনো ধরনের কারচুপির কোনো প্রমাণ নেই। অবৈধ ভোট নেওয়া হয়েছে এমন কোনো প্রমাণও নেই। ভোট কীভাবে হয়েছে সেটা মার্কিন জনগণ, নিরপেক্ষ নির্বাচন পর্যবেক্ষক- সবাই দেখছেন। কেউ কোনো অভিযোগ করেনি।‘