ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন : ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। আর তা অবশেষে মেনে নিয়ে টুইট করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। কিন্তু একটু অন্যভাবে বাইডেনের জয় মেনে নিয়েছেন ট্রাম্প।
বাংলাদেশের স্থানীয় সময় রোববার সন্ধ্যায় এক টুইটে জো বাইডেনের নাম উল্লেখ না করেই ট্রাম্প বলেন, ‘ভোট জালিয়াতির কারণে তিনি নির্বাচনে জিতেছেন।’
টুইটে যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট বলেছেন, ভোট জালিয়াতির কারণে নির্বাচনে তিনি জিতেছেন। নির্বাচনী পর্যবেক্ষণকারী কোনো ব্যক্তি বা সংস্থাকে ভোট গণনায় যেতে দেওয়া হয়নি। কট্টর বামপন্থী মালিকানাধীন কিছু বেসরকারি প্রতিষ্ঠান ভোট গণনার কাজ তদারকি করেছে।
ভোট গণনার কাজ তদারককারীদের দুর্নাম রয়েছে জানিয়ে টুইট বার্তায় ট্রাম্প আরো বলেন, টেক্সাসে কাজ পাওয়ার যোগ্যতাও তাদের নেই।
তবে জো বাইডেনের জয় মেনে নেওয়ার কিছুক্ষণ পর তা আবার অস্বীকারও করেন ট্রাম্প। অপর একটি টুইটে ট্রাম্প বলেন, ‘তিনি শুধু ভুয়া সংবাদমাধ্যমের দৃষ্টিতে জয়ী হয়েছেন। আমি তাঁর জয় স্বীকার করিনি। আমাদের আরো বহুদূর যেতে হবে। এটি ছিল একটি কারচুপির নির্বাচন।’