মহানবী (সা.)-কে নিয়ে ফের কটূক্তি : বিজেপি বিধায়ক রাজা সিং গ্রেপ্তার
ভারতে মহানবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিজেপি নেত্রী নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে উত্তেজনার রেশ কাটতে না কাটতেই ফের মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ উঠেছে বিজেপি বিধায়ক রাজা সিংয়ের বিরুদ্ধে।
এ অভিযোগের ভিত্তিতে হায়দারাবাদে ওই বিধায়ককে গ্রেপ্তার করা হয়েছে। তেলঙ্গানার গোসামহল বিধানসভা কেন্দ্রের বিধায়ক তিনি।
হায়দরাবাদ পুলিশ বলছে, যতটা সম্ভব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনা খতিয়ে দেখা হচ্ছে।
অভিযোগ উঠেছে, মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও পোস্ট দিয়েছিলেন রাজা সিং। সেই ভিডিও সোসাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার এক ঘণ্টার মধ্যেই হায়দরাবাদজুড়ে তুমুল বিক্ষোভ ছড়িয়ে পড়ে। শেষে তাকে গ্রেপ্তার করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ।
গত ২০ অগাস্ট হায়দরাবাদে অনুষ্ঠান করতে এসেছিলেন মুন্নার ফারুকী। বিজেপি বিধায়কের অভিযোগ, কমেডি শোতে হিন্দু দেবতাদের অবমাননা করেছেন ফারুকী। সেই শো শুরু হওয়ার আগেই অবশ্য ফারুকীকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে ভারতীয় দন্ডবিধির ২৯৫, ৫০৫ এবং ১৫৩-এ ধারায় মামলায় করা হয়।
উল্লেখ্য, ভারতে একের পর এক বিজেপির নেতার মহানবী (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে চাপ বেড়েছে গেরুয়া শিবিরে। কয়েক মাস আগেই গোটা দেশ তোলপাড় হয়েছিল নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে। একটি টেলিভিশন টক শোতে বিতর্কিত মন্তব্য করেছিলেন বিজেপি মুখপাত্র নূপুর শর্মা। তাই নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছিল।