মাইন সরাতে তরুণদের ব্যবহার করছে তালেবান : আমরুল্লাহ
তালেবান পাঞ্জশির উপত্যকায় অগ্রসরকালে মাটিতে পুঁতে রাখা মাইন সরাতে তরুণদের ব্যবহার করছে বলে অভিযোগ করেছেন আফগানিস্তানের সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ। শুক্রবার টুইট করে এ অভিযোগ করেছেন তিনি। বিবিসির প্রতিবেদনে এ কথা জানানো হয়।
টুইটে আমরুল্লাহ সালেহ বলেন, ‘পাঞ্জশিরের সামরিক বয়সী পুরুষদের মাইন পুঁতে রাখা জমির ওপর দিয়ে হেঁটে যেতে বাধ্য করছে তালেবান যোদ্ধারা।’
শুক্রবার বেশ কয়েকটি টুইটে তিনি এমন অভিযোগ করেছেন। তবে বিবিসি এর সত্যতা যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেওয়ার পর প্রেসিডেন্ট আশরাফ ঘানি দেশ ছাড়েন। পরে সাবেক ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দাবি করেন। তিনি সেসময় বলেন, ‘সংবিধান অনুযায়ী আমি আফগানিস্তান সরকারের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট।’
বর্তমানে তালেবান বিরোধী ন্যাশনাল রেজিস্ট্যান্স ফ্রন্টের (এনআরএফ) নেতৃত্ব দিচ্ছেন আমরুল্লাহ সালেহ। তালেবান বিরোধী নেতা কমান্ডার আহমাদ শাহ মাসুদের ছেলে আহমাদ মাসুদও তাঁর সঙ্গে রয়েছেন।