মারিউপোলের স্টিল প্ল্যান্টে রুশ বাহিনীর শক্তিশালী হামলা
ইউক্রেনের সামরিক বাহিনীর একজন কমান্ডার জানিয়েছেন, মারিউপোলের স্টিল প্ল্যান্টে আটকে পড়া লোকজনকে নিরাপদে সরিয়ে আনার প্রক্রিয়া শুরু হওয়ার পর ফের প্ল্যান্টের পেছনের দিকে হামলা চালাতে শুরু করেছে রাশিয়া। বিবিসির প্রতিবেদনে মঙ্গলবার এমনটি বলা হয়েছে।
ইউক্রেনের আজভ মিলিটারি ইউনিটের ডেপুটি কমান্ডার স্ভিয়াতোস্লাভ পালামার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, ‘আজভস্তল স্টিল প্ল্যান্টের একটি এলাকায় ট্যাংক ও সশস্ত্র যানসমেত শক্তিশালী আঘাত চলছে।’
ইউক্রেনীয় ডেপুটি কমান্ডার বলছেন, রাশিয়ার বাহিনী নৌকায় করে বহু সেনা সামনে আগানোর চেষ্টা করছে।
বন্দরনগরী মারিউপোলের একমাত্র ও সর্বশেষ এই স্টিল প্ল্যান্ট এলাকাটিই ইউক্রেনের আয়ত্বে রয়েছে। তবে সেখানে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘাত সংঘর্ষ হয়েছে। প্রায় দুই মাস হাজার খানেক বেসামরিক লোক বাঙ্কারে প্রবেশ করে এতদিন আটকা অবস্থায় ছিল। তাদের উদ্ধারে জাতিসংঘ, রেডক্রস ও ইউক্রেন সরকার কাজ করছে। আজ মঙ্গলবার ১২৭ জন স্টিল প্ল্যান্ট থেকে বের হয়ে নিরাপদ স্থানে যেতে পেরেছেন বলে বিবিসির খবরে বলা হয়েছে। এখনও দুই শতাধিক লোক সেখানে আটকে আছে বলে মনে করা হচ্ছে।