মারিউপোলের স্টিল প্ল্যান্ট ছেড়েছে ১০০ জন : জেলেনস্কি
ইউক্রেনের মারিউপোলের অবরুদ্ধ আজভস্টল স্টিল প্ল্যান্ট থেকে প্রথম ১০০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এক টুইটে এমনটি জানিয়েছেন। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
জাতিসংঘও মারিউপোল থেকে আটকে পড়া লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও জাতিসংঘ মারিউপোলের স্টিল প্ল্যান্টে আটকে পড়া সবাইকে সরিয়ে নেওয়ার জন্য একটি বিশেষ কার্যক্রম হাতে নিয়েছে বলে জানিয়েছে।
রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ নিরাপদে লোকজনকে সরিয়ে নেওয়ার কার্যক্রমে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েছে বলেও জানায় জাতিসংঘ।
১০০ জনের দলটি আগামীকাল সোমবার জাপোরিঝিয়া শহরে পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি।
মারিউপোলের ওই স্টিল প্ল্যান্টের ভেতরে আটকা পড়া এক হাজার বেসামরিক নাগরিককে মুক্ত করার বিষয়ে আলোচনা চলছিল। অন্যদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে রাশিয়া তাদের আক্রমণ জোরদার করছে বলে জানা গেছে।
এক সপ্তাহ আগে মারিউপোল নিজেদের দখলে নিয়েছে বলে দাবি করে রাশিয়া। তখন রুশ প্রেসিডেন্ট পুতিন তাঁর সৈন্যদের বলেছিলেন, ‘এ শিল্প এলাকাটি এমনভাবে বন্ধ করে দিন, যাতে একটি মাছিও বের হতে না পারে।’