মারিউপোলে প্রতিরোধ অব্যাহত রয়েছে : জেলেনস্কি
ইউক্রেনের মারিউপোল শহর সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের দাবি করেছিল রুশ বাহিনী। তবে, এমন দাবি সত্ত্বেও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘বিধ্বস্ত শহরটিতে প্রতিরোধ অব্যাহত রয়েছে।’ তিনি ইউক্রেনের পূর্বাঞ্চলে মস্কোর আক্রমণ মোকাবিলায় যুক্তরাষ্ট্রের নতুন সহায়তাকে স্বাগত জানান।
বার্তা সংস্থা এএফপি’র বরাতে সংবাদ সংস্থা বাসস এ খবর জানিয়েছে।
রাশিয়া বলছে, মারিউপোল শহরটি তাদের নিয়ন্ত্রণে রয়েছে। মাত্র কয়েক হাজার ইউক্রেনীয় সেনা আজভস্টাল প্লান্ট কমপ্লেক্সে অবরুদ্ধ রয়েছেন। সেখানে আরও কয়েক হাজার বেসামরিক মানুষ আশ্রয় নিয়েছে। তবে, জেলেনস্কি বলছেন, যুদ্ধ অব্যাহত রয়েছে।
জেলেনস্কি এক ভিডিওবার্তায় বলেন, ‘আমাদের দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে দখলদারেরা তাদের নিয়ন্ত্রণের কথা বলছে। এসব বলার পেছনে কারণ রয়েছে, সে জন্যই তারা এসব প্রচার করছে।’
ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, ‘তারা শুধু অনিবার্য পরিণতি ঘটার সময়কে বিলম্ব করতে পারে। আমাদের এলাকা ছেড়ে আক্রমণকারীদের চলে যেতে হবে, বিশেষ করে মারিউপোল থেকে। সেখানে অব্যাহতভাবে রুশ বাহিনীকে প্রতিরোধ করছে ইউক্রেনীয় সেনারা।’
ক্রিমিয়া ও রুশভিত্তিক বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত দনবাস অঞ্চলের মধ্যে স্থল সংযোগ গড়ে তোলার জন্য দক্ষিণাঞ্চলীয় মারিউপোল লক্ষ্য করে রাশিয়া অব্যাহত হামলা চালাচ্ছে।
এদিকে, বেসামরিক নাগরিক ও আহত যোদ্ধাদের আপভস্টাল প্লান্ট ছেড়ে যাওয়ার ক্ষেত্রে অবিলম্বে মানবিক করিডোরের আহ্বান জানিয়েছেন ইউক্রেনের কর্মকর্তারা।