মারিউপোল বন্দরে ভিড়ল রুশ জাহাজ, নজর ধাতবে
ইউক্রেনের মারিউপোল বন্দরে পৌঁছেছে রাশিয়ার জাহাজ। এতে করে মারিউপোল থেকে বিপুল পরিমাণ লৌহ বা ধাতব রাশিয়ার রোস্তভ-অন-দোন শহরে নিয়ে যাওয়া হবে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এ তথ্য জানায়।
মারিউপোল পুরোপুরি দখলের পর এমন ঘটনা এই প্রথম। ইউক্রেন একে লুটতরাজ বলে আখ্যায়িত করেছে। ইউক্রেনের মানবাধিকার ন্যায়পাল লিয়ুদমিলা দেনিসোভা বলেন, ‘ইউক্রেনের শস্য চুরির পর দখলদারেরা এবার রপ্তানিযোগ্য ধাতবের প্রতি নজর দিয়েছে।’
বন্দর কর্তৃপক্ষের মুখপাত্র তাসকে বলেছেন, জাহাজটিতে ২৭০০ টন ধাতব নেওয়া হতে পারে। তবে এসব ধাতব কোথায় উৎপাদিত তা জানানো হয়নি।