মার্কিন উড়োজাহাজে আফগান নারীর প্রসববেদনা, ঘাঁটিতে নেমেই সন্তান জন্ম
দেশত্যাগের উদ্দেশে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর উড়োজাহাজে উঠেছিলেন এক আফগান মা। শনিবার জার্মানির রামস্টেইনে মার্কিন বিমান ঘাঁটিতে উড়োজাহাজ অবতরণের পরপরই সন্তান জন্ম দেন তিনি। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
রোববার টুইট করে মার্কিন বিমান বাহিনী জানায়, আফগানিস্তান ছেড়ে আসা উড়োজাহাজটি মধ্যপ্রাচ্যে বিরতি নেওয়ার পর উড্ডয়নকালে ওই নারীর প্রসববেদনা দেখা দেয়। ২৮ হাজার ফুট ওপরে বাতাসের চাপ কম থাকায় জটিলতা দেখা দেয় তাঁর। পরে জার্মানিতে মার্কিন বিমান ঘাঁটিতে নামার পরপরই মেয়ে সন্তান দেন আফগান মা।
টুইটে বলা হয়, বাতাসের নিম্নচাপজনিত সমস্যা দেখা দেওয়ায় উড়োজাহাজের উড্ডয়ন উচ্চতা কমানোর সিদ্ধান্ত নেন কমান্ডার। এতে মায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল হয় এবং মা প্রাণে বেঁচে যান।
রামস্টেইন ঘাঁটিতে অবতরণের সঙ্গে সঙ্গে মার্কিন বিমান বাহিনীর ৮৬তম মেডিকেল গ্রুপের সদস্যের সহায়তায় সুষ্ঠুভাবে সন্তান প্রসব সম্ভব হয়। পরে মা ও নবজাতককে নিকটস্থ চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয়। তারা দুজনই সুস্থ বলে জানিয়েছে মার্কিন বিমান বাহিনী।