মার্কিন নির্বাচন : ফের গণনা হবে জর্জিয়ার ভোট
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে স্বচ্ছতা নিশ্চিতের জন্য জর্জিয়ায় ফের ভোট গণনা করা হবে বলে জানিয়েছে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ।
জর্জিয়া অঙ্গরাজ্যে বর্তমান প্রেসিডেন্ট ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের ভোটের ব্যবধান অল্প হওয়ায় ওই অঙ্গরাজ্যের ভোট পুনর্গননার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ শুক্রবার অঙ্গরাজ্য সচিব ব্রেড রাফেনসবার্গার এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন। খবর দ্য গার্ডিয়ানের।
ব্রেড রাফেনসবার্গার বলেছেন, মোট ৫০ লাখ ভোট পড়েছে জর্জিয়ায়। চার হাজারের কিছু ভোট গণনা এখনো বাকি আর আট হাজার সেনাবাহিনীর মেইল ব্যালট এখনো আসেনি। এগুলো শুক্রবারের মধ্যে আসলেই কেবল গণনা হবে। তবে এখন পর্যন্ত গণনা হওয়া ভোটে দুই প্রার্থীর ব্যবধান খুবই কম হওয়ায় পুনর্গণনার এই সিদ্ধান্ত নেওয়া হলো।
এ রাজ্যটিতে ইলেকটোরল ভোট রয়েছে ১৬টি। ভোটের হিসেবে ট্রাম্পের চেয়ে বাইডেন দেড় হাজার ভোটে এগিয়ে রয়েছেন। প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতিমধ্যে ২৬৪টি পেয়ে এগিয়ে আছেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে।