মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে দুই হেলিকপ্টারের সংঘর্ষে ১৩ ফরাসি সেনা নিহত হয়েছেন।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, মঙ্গলবার ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে। ওই বিবৃতিতে বলা হয়েছে, সোমবার স্থানীয় সময় সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ বিষয়ে এক টুইটার বার্তায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ লেখেন, ‘নিহত এই ১৩ বীর সেনার লক্ষ্য ছিল আমাদের রক্ষা করা। আমি তাদের স্বজন ও সহকর্মীদের প্রতি শোক ও শ্রদ্ধা জানাই।’