মালয়েশিয়াকে রোহিঙ্গা বিরোধী প্রচার ও সহিংস হুমকি বন্ধের আহ্বান
মালয়েশিয়া সরকারকে রোহিঙ্গা শরণার্থীদের বিরুদ্ধে `ঘৃণাত্মক বক্তব্য ও হিংসাত্মক হুমকি’ বন্ধ করার আহ্বান জানিয়েছে ফোরটিফাই রাইটসসহ ৮৪টি সংস্থা।
সোমবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন বরাবর লেখা এক খোলা চিঠিতে সংগঠনগুলো এ আহ্বান জানিয়েছে, খবর ইউএনবি।
চলতি বছরের এপ্রিলে মালয়েশিয়ার রোহিঙ্গা সম্প্রদায়কে লক্ষ্য করে ঘৃণ্য বার্তাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ে। এতে রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে শারীরিক সহিংসতার ভীতি সৃষ্টি হয়।
মানবাধিকার বিষয়ক সংগঠন ফোরটিফাই রাইটসের নির্বাহী পরিচালক অ্যামি স্মিথ বলেন, ‘সরকারের উচিত রোহিঙ্গাদের নির্দেশিত সব ধরনের সহিংসতা ও ঘৃণার প্রকাশ্যে নিন্দা করা। মালয়েশিয়ার রোহিঙ্গাদের বিরুদ্ধে বিদ্বেষ, অশ্লীল ও ঘৃণ্য বক্তব্য মালয়েশিয়ার মানবাধিকারের দায়বদ্ধতার সাথে অসামঞ্জস্যপূর্ণ।’
গত এপ্রিলে টুইটার এবং ফেসবুকের মতো সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা বিদ্বেষমূলক, অমানবিক ভাষা ও চিত্রের পাশাপাশি মালেশিয়ায় রোহিঙ্গাদের জোর করে মিয়ানমারে ফেরত পাঠানোর আহ্বান জানানোর মতো ঘৃণ্য বার্তা পোস্ট করা শুরু করে।
ব্যবহারকারীরা (সামাজিক মাধ্যম) রোহিঙ্গা নেতা-কর্মীদের হুমকি দেওয়ার পাশাপাশি তাদের সমর্থকদের শারীরিক আক্রমণ, হত্যা এবং যৌন সহিংসতার হুমকি দিয়ে আসছিল।
জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুসারে, চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত মালয়েশিয়ায় এক লাখ ৭৮ হাজার ৯০০ রোহিঙ্গার নিবন্ধন করা হয়েছে। তবে বাস্তবে এর চেয়ে অনেক বেশি রোহিঙ্গা শরণার্থী সেখানে রয়েছে।