মালয়েশিয়ায় করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোহাম্মদ ওয়াসিম (৩৮) নামের এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। আজ রোববার স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওয়াসিম।
ওয়াসিমের সহকর্মী ডা. আবুল কালাম ও মোহাম্মদ মতিউর রহমান এনটিভি অনলাইনকে জানান, কয়েকদিন আগে ওয়াসিম করোনার উপসর্গ নিয়ে মালয়েশিয়া রাজধানী কুয়ালালামপুরের একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
ওয়াসিম দীর্ঘদিন যাবৎ মালয়েশিয়ার কেলাং লামায় বসবাস করে আসছেন। ২০০৬ সালে তিনি মালয়েশিয়া আসেন। তিনি মানিকগঞ্জের সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের বাজেয়াপ্ত ভাটোরা গ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের ছেলে।