মালয়েশিয়ায় লকডাউন শিথিল হচ্ছে
মহামারি করোনাভাইরাসের বিস্তার রোধে চলমান লকডাউন শিথিল করে ব্যবসা প্রতিষ্ঠান পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। আগামী ৪ মে থেকে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন আজ শুক্রবার শ্রমিক দিবস উপলক্ষে এক ঘোষণায় এ তথ্য জানিয়েছেন। তবে এ ক্ষেত্রে সরকার বেশ কিছু শর্ত আরোপ করবে। ব্যবসায়ীদের সেগুলো মেনে চলতে হবে।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন বলেন, যেসব ব্যবসা প্রতিষ্ঠানে বেশি মানুষের সমাগম ঘটে সেগুলো এখনই খোলার অনুমতি দেওয়া হবে না।
লকডাউনের কারণে ব্যবসা-বাণিজ্য বন্ধ থাকায় এরই মধ্যে মালয়েশিয়া সরকারের প্রায় ৬৩ বিলিয়ন মালয়েশিয়ান রিঙ্গিত ক্ষতি হয়েছে বলে জানিয়েছে সরকার। এমন অবস্থা চলতে থাকলে এই ক্ষতি আরো বাড়বে। ফলে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখোমুখি হবে। সে কারণেই আস্তে আস্তে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার।
এদিকে, মালয়েশিয়ায় এখন পর্যন্ত মহামারি করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছয় হাজার দুজন । এদের মধ্যে এ পর্যন্ত মারা গেছেন ১০২ জন। সুস্থ হয়ে উঠেছেন চার হাজার ১৭১ জন।