মালয়েশিয়া উপকূলে নৌকা ডুবে ১০ ‘অভিবাসনপ্রত্যাশীর’ মৃত্যু, নিখোঁজ ২৯
মালয়েশিয়ার দক্ষিণাঞ্চলীয় উপকূলে একটি নৌকা ডুবে যাওয়ার পর এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
ডুবে যাওয়ার সময় নৌকাটিতে ৬০ জন ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে; এর মধ্যে ২১ জনকে জীবিত পাওয়া গেছে এবং ২৯ জন এখনও নিখোঁজ রয়েছে।
খারাপ আবহাওয়ার কারণে বুধবার স্থানীয় সময় ভোরের আগে আগে, সাড়ে ৪টার দিকে দক্ষিণাঞ্চলীয় জোহোর রাজ্যের উপকূলে নৌকাটি ডুবে যায় বলে মালয়েশীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
ওই নৌকাটিতে অভিবাসনপ্রত্যাশীদের বহন করা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
জীবিতদের পাশাপাশি যুবে যাওয়া নৌকাটিকে তানজুং বালাউয়ের সমুদ্রসৈকতে পাওয়া যায়। নিখোঁজদের উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছে মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি।
নৌকাটিতে থাকা সবাই ইন্দোনেশিয়ার নাগরিক ছিলেন এবং তারা সবাই বাটাম দ্বীপ থেকে রওনা হয়েছিলেন বলে মালয়েশিয়ার সামরিক বাহিনীর এক কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।
নৌকাটির গন্তব্য কোথায় ছিল তা জানা যায়নি।